লেমন সরকার, স্টাফ রিপোর্টার ::
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ'র গুলিতে আসকর আলী রাসেল (১৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মৃত আসকর আলী রাসেল ওই উপজেলার জীবনপুর গ্রামের
নিয়াজ উদ্দিনের ছেলে। হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শনিবার (১২ জুলাই) ভোর ৪টার দিকে হরিপুরের মিনাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে মিনাপুর বিওপি ক্যাম্প কমান্ডার জিতেন্দ্রনাথ সরকার জানান, ঘটনার দিন ভোরে মিনাপুর সীমান্তের ওপারে বাংলাদেশমুখি ওই যুবককে বিএসএফ সদস্য গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মৃত আসকরের লাশ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে। এ ঘটনায় বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে আছেন মর্মে মিনাপুর ক্যাম্প কমান্ডার জানান।