
মোঃ রাশেদ আল শাহরিয়া স্টাফ রিপোর্টার:
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া), ০৪ নভেম্বর ২০২৫: আশুগঞ্জ থানা পুলিশের দ্রুত অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ০৩ নভেম্বর ২০২৫ খ্রি. রাত ৯টা ৪৫ মিনিটে, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম লালপুর ইউনিয়নের চরলালপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতদলের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ছুরি ও একটি দা উদ্ধারসহ এক ডাকাত সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে দলের অন্যান্য সদস্যরা কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয়ঃ মোঃ রাজন (৩৮) পিতা: মৃত এলেম খাঁন, মাতা: নুরুন্নাহার বেগম সাং: লালপুর, নামা বায়েক থানা: আশুগঞ্জ, জেলা: ব্রাহ্মণবাড়িয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত রাজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনার বিষয়ে আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Leave a Reply