শরীয়তপুর জেলা বিশেষ প্রতিনিধি: আবু আলম
শরীয়তপুরের ডামুড্যায় হাসপাতালে ভ্যাকসিন নিতে এসে সড়ক দুর্ঘটনায় আশরাফ আলী (৭০)নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত আশরাফ আলী গোসাইরহাট উপজেলার,আলাওলপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাশেম বেপারী কান্দি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শনিবার (২৮ জুন) বেলা সাড়ে ১১ টার সময় ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চরভয়রা গ্রামের ২ নং ব্রীজের পচ্চিম পাশে এ সড়ক দুর্ঘটনা ঘটে। মৃত্যু আশরাফ আলী (৭০) এর মে স্বপ্না বেগম জানান, আমার বাবা আজ সকালে কুকুরে কামর দেয় এরপর বাবাকে ভ্যাকসিন দেয়ার জন্য আমি, আমার বাবা ও মা কে নিয়ে বাড়ি থেকে ইঞ্জিন চালিত ভ্যানে করে ডামুড্যা হাসপাতালে যাওয়ার পথে পূর্ব ডামুড্যা ইউনিয়নের ২ নং ব্রীজের পচ্চিম পার গেলে উল্টো দিক থেকে একটি মাছ বাহি পিকআপ ভ্যান আমাদের ভ্যান কে ধাক্কা দিলে আমরা তিনজনই ব্রীজের ঠালে পরে যাই।
আরেক প্রত্যক্ষদর্শী আব্দুল আজিজ জানান পিকআপ ভ্যানের ড্রাইভার গাড়ি চলন্ত অবস্থায় মোবাইলে কথা বলতে ছিল, এরপরই দেখলাম পিকআপ গাড়ি টার ধাক্কায় ভ্যান গাড়ি টা উল্টি যায়, এসময় আমি বেশ কয়েক জন মিলে আহতদের হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসক আহত আশরাফ আলী কে মৃত্যু ঘোষণা করে।
কর্তব্যরত চিকিৎসক ডাঃ অভিজিৎ নাথ অভি জানান, আহত আশরাফ আলী (৭০) তার স্ত্রী আহত রেনুজা বেগম (৬৫) এবং তার
আহত স্বপ্না(২২) কে আমাদের এখানে আনার পর আমরা সকল ধরনের চিকিৎসা সেবা প্রদান করি, কিন্তু কিছুক্ষণ পর আহত আশরাফ আলীর মৃত্যু হয়। অন্য দুজনকে আমরা চিকিৎসা দিচ্ছি।
Leave a Reply