সৈয়দ উসামা বিন শিহাব স্টাফ রিপোর্টার:
রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ চারজন ফায়ার সার্ভিস সদস্য বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
মঙ্গলবার সকালে দগ্ধদের দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি সাংবাদিকদের বলেন, “গতকাল একটি বড় দুর্ঘটনায় আমাদের চারজন সাহসী ফায়ার যোদ্ধা দগ্ধ হয়েছেন। দুজনের অবস্থা গুরুতর হলেও চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চিকিৎসায় সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।” তিনি দগ্ধদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন জানান, সোমবার রাতে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের অনুরোধে তাদের বিশেষায়িত টিম প্রস্তুত রাখা হয়। রোগীরা আসার সঙ্গে সঙ্গেই চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়।
তিনি আরও বলেন, চারজনের মধ্যে দুজন ১০০ শতাংশ দগ্ধ হয়েছেন, একজনের ৪২ শতাংশ এবং অপর একজনের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় থাকা তিনজনকে এইচডিইউতে (হাই ডিপেনডেন্সি ইউনিট) রাখা হয়েছে, আর একজনকে ইন্টারমিডিয়েট কেয়ার ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে তাদের অস্ত্রোপচার করা হবে।
চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত প্রটোকল অনুসারে দগ্ধদের চিকিৎসা চলছে এবং তাদের জন্য বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে।
Leave a Reply