শিরোনাম :
ঢাকায় বিজিএমইএ কমপ্লেক্সে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিজয়নগরে প্রবাসীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি গণসংযোগকালে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভ করেছে বিএনপি। রংপুর মহানগরের বুড়ীরহাটে, রায়হান সিরাজীর নির্বাচনী অফিস মির্জাপুরে পুলিশ ট্রেনিং সেন্টারে ৫৬ তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে তানোরে ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন আমজনতার দলকে নিবন্ধনের আহ্বান ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশের তারেক রহমানের নেতৃত্বে বগুড়ায় যে উন্নয়ন হয়েছে তা আর কেউ করেনি — ভিপি সাইফুল নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ঝিনাইদহ ৩ আসনে জামায়াত নেতা প্রফেসর মতিয়ার রহমানের গনসংযোগ

ঢাকায় বিজিএমইএ কমপ্লেক্সে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। বুধবার রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) শিল্পের সার্বিক অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি দেশের আরএমজি খাতের বর্তমান অবস্থা, টেকসই উন্নয়ন ও বাজার প্রতিযোগিতা ধরে রাখতে গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন। সভাপতি মাহমুদ হাসান খান বলেন, “বাংলাদেশের পোশাক শিল্প এখন মান, পরিবেশবান্ধবতা ও টেকসই উৎপাদনে বিশ্বের অন্যতম রোল মডেল। আমরা নন-কটন গার্মেন্টস, ডিকার্বনাইজেশন এবং বৈচিত্র্যময় পণ্যে বিনিয়োগ বাড়াচ্ছি, যাতে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করা যায়।” জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বাংলাদেশের আরএমজি খাতের অগ্রগতির প্রশংসা করে বলেন, জার্মানি সবসময় বাংলাদেশের টেকসই উন্নয়ন, পরিবেশবান্ধব উৎপাদন এবং শ্রমিক কল্যাণে সহযোগী হিসেবে থাকবে। তিনি আরও বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উত্তরণ পরবর্তী সময়ে ইউরোপীয় ইউনিয়নের বাজারে GSP+ সুবিধা অব্যাহত রাখতে জার্মানির সমর্থন থাকবে। বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উপায় নিয়েও আলোচনা করেন। এ সময় বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান বাবলু, সহ-সভাপতি (অর্থ) মিজান আর. এফ. পিবি, সহ-সভাপতি শেহাব উদ্দুজ্জামান চৌধুরী, পরিচালক শাহ রাইদ চৌধুরী, নাফিস-উদ-দৌলা, ফাহিমা আক্তার, রুমানা রশিদ, মোহাম্মদ সোহেলসহ সংগঠনের অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ করার অঙ্গীকার ব্যক্ত করেন উভয়পক্ষ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com