ঢাকা জেলা স্টাফ রিপোর্টার: সৈয়দ উসামা বিন শিহাব।
অভিযোগ ধামাচাপার চেষ্টা, মামলা না পেয়ে আত্মহত্যার চেষ্টা ভুক্তভোগীর
ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। একই থানায় কর্মরত কনস্টেবল সাফিউর রহমানের বিরুদ্ধে এক নারী পুলিশ সদস্যকে ধর্ষণ এবং ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, গত ছয় মাস ধরে থানার ব্যারাকে এই নির্যাতন চলে আসছিল।
ভুক্তভোগী নারী সদস্য জানান, গত ফেব্রুয়ারিতে তিনি আশুলিয়া থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় যোগ দেন। এরপর সাফিউর রহমান তার সঙ্গে যোগাযোগ বাড়াতে থাকেন। গত রমজানে ঈদের পর এক রাতে ব্যারাকে একা থাকার সুযোগে তিনি প্রথম ধর্ষণের শিকার হন। সেই সময় ভিডিও ধারণ করে সাফিউর বারবার ব্ল্যাকমেইল করে তাকে নির্যাতন চালিয়ে যেতে থাকে।
ভুক্তভোগীর অভিযোগ, থানায় মামলা করার জন্য তিনি গত পাঁচদিন ধরে ঘুরেও কোনো সহযোগিতা পাননি। উল্টো বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন ওসিসহ জেলা পুলিশের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা। মামলার প্রতিকার না পেয়ে অসহায় হয়ে তিনি আত্মহত্যারও চেষ্টা করেন।
এই ঘটনায় থানার ভেতরেই চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার ও সহকর্মীরা দ্রুত বিচার ও দোষী পুলিশ সদস্যের কঠোর শাস্তি দাবি করেছেন।