সৈয়দ উসামা বিন শিহাব ষ্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ঢাকা মহানগর উত্তর অঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ আসন—ঢাকা-১৪, ঢাকা-১৫ ও ঢাকা-১৬—এ ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। ঢাকা-১৬ আসন থেকে আমিনুল হক, ঢাকা-১৫ আসন থেকে শফিকুল ইসলাম খান (মিল্টন) এবং ঢাকা-১৪ আসন থেকে সানজিদা ইসলাম তুলি দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মনোনয়ন ঘোষণার পর থেকেই সংশ্লিষ্ট তিনটি আসনের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নেতাকর্মী ও সাধারণ ভোটাররা আনন্দ মিছিল, ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার মাধ্যমে প্রার্থীদের অভিনন্দন জানাচ্ছেন। এলাকাবাসী জানিয়েছেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক এই তিন প্রার্থী এলাকার উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে কাজ করবেন বলে তাঁরা আশা করছেন। অন্যদিকে দলীয় সূত্র জানায়, মনোনীত প্রার্থীদের প্রতি তৃণমূলের ব্যাপক সাড়া পাওয়া গেছে। সবাই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ শুরু করেছেন। এলাকার গণমানুষ, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা আমিনুল হক, শফিকুল ইসলাম খান (মিল্টন) ও সানজিদা ইসলাম তুলিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং আগামীর নির্বাচনে তাঁদের সাফল্য কামনা করেছেন।