শিরোনাম :
মাদারীপুরে এনসিপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, সোশ্যাল মিডিয়া নিন্দার ঝড় বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাব-১৪, এর অভিযান পরিচালনা করে ১৯ জন দালাল চক্র গ্রেফতার। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে অবাধ ভোটাধিকার নিশ্চিত করবে জনগণের সরকার: আমিনুল হক রাঙ্গাবালীতে গরু চুরি করতে গিয়ে আটক ৫ উত্তরা ইপিজেডে শ্রমিক অসন্তোষে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ২০ কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা দলের কাছে বিচার চাইলেন হামলায় আহত দুর্গাপুরের বিএনপি নেতা দুর্গাপুরে গাঁজা ও ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

তদন্তের দা‌য়িত্ব পিবিআই সিলেটে লাফার্জের বিরুদ্ধে শ্রমিকদের প্রতারণার মামলা

ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৭৭ বার পঠিত

সুনামগঞ্জের ছাতকে লাফার্জ হোলসিম সিমেন্ট কারখানা কর্তৃপক্ষ, পরিবহন শ্রমিকদের সঙ্গে প্রতারণা করে বেতনভাতা সহ চাকুরীতে যোগদানের সুযোগগ না দেয়াতে সিলেট অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম‌্যজিষ্ট্রেট আদালতে গত ৩১আগষ্ট এক‌টি প্রতারনা মামলা দা‌য়ের ক‌রেন।

লাফার্জে নির্যাতিত ২৩ পরিবহন শ্রমিক‌দের হেলাল আহমদ বাদী হয়ে লাফার্জের প্লান্ট
ম্যানেজার হারপাল সিং,এইচ আর এন্ড লিগ্যাল ডাইরেক্টার মিজানুর রহমান, প্লান্ট এডমিন ম্যানেজার নাজার,এনামুল হক,
প্লান্ট এডমিন এসিস্টেন ম্যানেজার ইয়াকুব আলী,সিবি এ সভাপতি আনোয়ারসহ৬ জনকে আসামী ক‌রে এ মামলা দায়ের করা হয়।

জানা যায়, ছাতকস্থ লাফার্জে কর্মরত ২৩ পরিবহণ শ্রমিক ২০১৩ সালের ৯ ডিসেম্বর
চট্রগ্রামে ২য় শ্রম আদালতে ২৩ টি আই আর মামলা (নং-৩০-৫২/১৩)দায়েরের প‌রিপ্রেক্ষিতে চট্রগ্রামের ২য় শ্রম আদালত বিচারক তার এক আদেশে বলা হয়। পরিবহন শ্রমিকদের চাকুরিতে যোগদানের সুযোগ প্রদানসহ চাকুরী সংক্রান্ত সকল সুযোগ সুবিধা, মামলা গুলি নিস্পত্তি অবধি বহাল রেখে কোন বকেয়া ভাতাদি থাকলে তা ও পরিশোধ করার নি‌দেশ দেন। আদাল‌তে রায় দীঘ ৮বছ‌রের ওবাস্তবায়ন করে‌নি লাফার্জ কর্তৃপক্ষ।
নিযা‌তিত শ্রমিক‌দের স‌ঙ্গে লাফার্জে কোম্পানী দফায়-দফায় বৈঠক কর‌লে তা ও আজ ও ‌কোনো সুরাহা হয়নি।
এ মামলাটি সবত্র আদালতে ও নিযা‌তিত শ্রমিকদের পক্ষে আদেশ ক‌রেন আদালত।
এ বিষয়টি নিয়ে লাফার্জের বিরুদ্ধে কোর্ট অফ কন্টেম মামলাও করা হয় শ্রমিকদের পক্ষ থেকে। জানাযায়, সর্বশেষ গত২৩ আগষ্ট সিলেটের জামান কম্পেক্সে লাফার্জের সেলস অফিসে শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন লাফার্জের উর্ধতন কর্মকর্তারা। এ বৈঠ‌ককে ও শ্রমিকদের কে কোনো সুরাহা না দিয়ে তা‌দের বিরু‌দ্ধে মামলা গু‌লো প্রত‌্যাহা‌র করার হুমকি দেয়া হয়। এ মামলাটি তদন্তের জন্য আদালত কর্তৃক পুলিশ ব্যুরো অফ ইনভেষ্টিকেশন পিবিআই সংস্থাকে তদন্তের নির্দেশ ক‌রেন।
মামলার অন্যান্য আসামীরা হলেন,লাফার্জের প্লান্ট ম্যানাজার হারপাল সিং,এইচ আর এন্ড লিগ্যাল ডাইরেক্টার মিজানুর রহমান, -প্লান্ট এডমিন ম্যানাজার,এনামুল হক,প্লান্ট এডমিন এসিস্টেন ম্যানাজার ইয়াকুব আলী,সিবি এ সভাপতি আনোয়ার হোসেন। বাদীর মামলার আইনজী‌বি দিলোয়ার হোসেন এ ঘটনার সত‌্যতা নিশ্চিত ক‌রেছেন।
এব‌্যাপা‌রে লাফার্জ পরিবহন শ্রমিক সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান জানান,দীর্ঘ আট বছর যাবৎ আমরা মামলা পরিচালনা করে নিম্ম আদালত থেকে শুরু করে উচ্ছ আদালত পর্যন্ত চাকুরী বহাল,বেতন ভাতারসহ আদেশ পেয়েছি। কিন্তু লাফার্জ কর্তৃপক্ষ তা বাস্তবায়ন কর‌ছেন না।
আট বছ‌রের ও আমাদেরকে তারা আপিলের মাধ্যমে একের পর এক আইনের ফাক পোকর দিয়ে হয়রানি করে আস‌ছে। এ‌দি‌কে মামলা তোলার জন্য প্রায়ই হুমকী ‌দি‌য়ে আস‌ছে প্রতি‌নিয়ত ভা‌বেই। নিযা‌তিত শ্রমিকরা নিরুপায় হয়ে চরম মানবেতর জীবন কাটাচ্ছেন। গত ৩১ আগষ্ট সিলেটে মামলা করেছে। এ মামলার তদন্তের দা‌য়িত্ব পিবিআইর হাতে দি‌য়ে‌ছে আদালত

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com