প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৯:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২০, ১:৫২ পি.এম
তালায় তরুণ সেনা সদস্যের আত্নহত্যার অভিযোগ।

সাতক্ষীরার তালায় চন্দ্র শেখর সরকার (২২) নামের এক সেনা সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার মাগুরা গ্রামের নিমাই সরকারের পুত্র। শনিবার (৩১ অক্টোবর) ভোর রাতের দিকে বাড়ির পাশে এসডিএফ (সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) সমিতির ঘরের বারান্দার খুঁটির সাথে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান তরুণ এই সেনা সদস্যের বিয়ের প্রস্ততি চলছিলো। নিহতের স্বজনদের বরাত দিয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল জানান, মৃত্যু ‘চন্দ্র শেখর সরকার’ বাংলাদেশ সেনাবাহিনীতে কক্সবাজার এলাকায় কর্মরত ছিলেন। কিছুদিন আগে তিনি ছুটিতে বাড়ি আসেন। শনিবার ভোর রাতের কোন এক সময় বাড়ির পাশে এসডিএফ সমিতির বারান্দায় গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।
তবে কী কারণে তিনি আত্নহত্যা করতে পারে, সে বিষয়ে তার পরিবারের সদস্যরা কিছু বলতে পারেনি। ওসি মোঃ মেহেদী রাসেল জানান, শনিবার সকালে তালা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্ততি চলছিলো।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ. All rights reserved.