শেখ মোঃ করিম বকসো,তাড়াশ উপজেলা প্রতিনিধিঃ- সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে সুমনা খাতুন নামে এক কলেজ শিক্ষার্থী অনশন করছেন।
শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যা থেকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের মশিন্দাপাড়া গ্রামের মোঃ আব্দুল গফুর হাজীর ছেলে যুবক প্রেমিক মোঃ মঈনুদ্দিন (২৬)বাড়িতে অনশন করছেন ওই কলেজ শিক্ষার্থী ।
ওই কলেজ শিক্ষার্থী সুমনা খাতুন জানান, মো মঈনুদ্দিন তাকে বিয়ে না করলে তার বাড়িতেই আত্মহত্যা করবে। ওই শিক্ষার্থী আরো জানান ৫ বছর থেকে মঈনুদ্দিনের সঙ্গে আমার প্রেমের সর্ম্পক চলে আসছে। সে বিভিন্ন সময়ে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্ত্রীর মতো আমাকে ব্যবহার করেছে। পরে আমি বিয়ের কথা বললে সে আমাকে আর বিয়ে করবে না বলে জানায় এবং আমাকে রেখে পালিয়ে যায়। আমি আমার বাড়িতে গেলে আমার বাবা মা মঈনুদ্দিনের সাথে আমার প্রেমের সম্পর্ক জানতে পারে এবং আমার বাড়ির লোকজন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তাই আমি বাধ্য হয়ে বিয়ের দাবিতে মঈনুদ্দিনের বাড়িতে অনশন করছি। আমার অনশনের খবর পেয়ে মঈনুদ্দিন বাড়ি থেকে পালিয়েছে বলেও তিনি মাতৃজগতকে জানায়।
এ বিষয়ে মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট জানান, বিষয়টি শুনেছি। এখন আমি বাহিরে আছি মিটিংয়ে আছি। বাড়ি ফিরে উভয়কে নিয়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।
Leave a Reply