সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রশাসনের উদ্দোগে ও ভিলেজ ভিশন বাংলাদেশের আয়োজনে লকডাউনে কর্মহীন হয়ে পড়া ভ্রাম্যমান ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১১আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৪১ জন ভ্রাম্যমান চানাচুর, ঝাল মুড়ি,বাদাম,ফুচকা,আইসক্রিম ও পান বিক্রেতাদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম বলেন, ভ্রাম্যমান ক্ষুদ্র ব্যবসায়ী যারা স্কুল,কলেজের সামনে ঝালমুড়ি, চানাচুর, আমরা,পেয়ারা, বাদাম,পান,আইসক্রিম,ফুসকা,
চটপটি,চা-বিস্কুট বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।তারা করোনাকালিন স্কুল,কলেজ বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়ে তাদের জীবন-জীবিকা নির্বাহ করা কষ্টসাধ্য হয়ে পড়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো।
এসময় উপস্থিত ছিলেন,ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার, সহ সভাপতি মাসুম বিল্লাহ,সাংগঠনিক সম্পাদক তাইবুর খন্দকার, প্রচার সম্পাদক নাজমুল হাসান মেহেদী প্রমুখ।
উল্লেখ্যঃ বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল,১০ কেজি চাল,১কেজি আলু, ১কেজি ডাল,১ কেজি লবণ,ও ১লিটার সয়াবিন তেল
Leave a Reply