মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ কমিটি দিয়েছেন নিজে ।
দেশরত্ন যাচাই বাচাই করে দায়িত্ব অর্পন করেছেন। তিনি পরিশ্রমী ও তৃনমুল থেকে গড়ে উঠা নেতৃত্ব খুজে বের করেছেন,দায়িত্ব পাবার পর থেকে ইব্রাহিম হোসেন একটু সময়ের জন্য তার দায়িত্ব অবহেলা করেন নাই রাত দিন ভোর পাঁচটায় বৃষ্টির ভিতরে ভিজেও রাজপথে ছিলেন । কর্মীরা ভালোবেসে তাকে রাজ পথের রাজা পরিশ্রমী ছাত্রনেতা বলে ডাকেন, সে জাতীয় নির্বাচনে মাঠে ছিলেন শক্ত ভাবে সেটা প্রধানমন্ত্রী নজরেও এসে ছিলেন জামাত বিএনপি নৈরাজ্য ঠেকাতে সে তফসিল ঘোষণার সাথে সাথে পুরা ঢাকা শহরে নগর উত্তরের ৩- ৪ হাজার মোটরসাইকেল শোডাউন সহ প্রতিটা থানায় থানায় ওয়ার্ডে কমিটি করে পুরো নির্বাচনে মূখ্য ভুমিকা সবার নজরে আসে,মেয়র নির্বাচন ১৮ উপ নির্বাচন ১৪ উপ নির্বাচেনে তার কি ভূমিকা সেটা মেয়র মহাদয় ও সংসদ সদস্যরা খুব ভালো জানেন,তারপর সড়ক নিরাপদ রাখিব ছাত্র আন্দোলনের নামে জামাত বিএনপি চক্রান্ত মাঠে থেকে শক্ত ভাবে নিয়ন্ত্রণ করছেন। তার মাঠে থেকে ভূমিকার কথা বলে শেষ করা যাবে না সব সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদর্শের রাজনীতি করেন বিন্দু মাত্র আপোষ করেন নাই তার প্রমান হেফাজত ইসলাম আন্দোলন নেতা কর্মীদের কে সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শহরের প্রতিটা প্রান্তে হেফাজত চক্রান্ত রুখে দিতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ ইব্রাহিম হোসেনের নেতৃত্বে।শেখ হাসিনা আপার নেতৃত্ব দেশ আজ উন্নায়ন সমৃদ্ধি ধার প্রান্তে, শেখ হাসিনা আপার হাতকে শক্তিশালী করতে অতীতের নেয় সবসময় পাশে থাকবে জনাব ইব্রাহিম হোসেন।
Leave a Reply