স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম আশুলিয়া
দারুল ইহসান ট্রাস্টের সকল সম্পত্তি ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করে দ্রুত বৈধ ট্রাস্টি কমিটির কাছে হস্তান্তরের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ট্রাস্টি বোর্ডের বৈধ সদস্যরা।
আজ দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অবস্থিত দারুল ইহসান ট্রাস্টের মাদ্রাসার প্রধান ফটকের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুল কাদের মিয়া, ভাইস চেয়ারম্যান ড. মুহাম্মদ গোলাম ফারুক এবং রেজিস্ট্রার ও ট্রাস্টের সাধারণ সম্পাদক ওসমান গণি।
ওসমান গণি বলেন, “আদালতের রায়ে আমরা বৈধ ট্রাস্টি কমিটি হিসেবে স্বীকৃতি পেয়েছি। বর্তমানে আমাদের সদস্য সংখ্যা ২১ জন। কিন্তু দীর্ঘদিন ধরে দারুল ইহসান ট্রাস্টটি অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে রয়েছে। বিগত সরকার আমলে সুবিচার না পেলেও এখন আমরা ন্যায্য রায়ের মাধ্যমে বৈধতা অর্জন করেছি।”
তিনি অভিযোগ করে বলেন, “আওয়ামীপন্থী জাহাঙ্গীর কবির নানকের অনুসারীরা দীর্ঘদিন ধরে এই ট্রাস্ট ও বিশ্ববিদ্যালয়ের জায়গা দখল করে রেখেছে। তাই আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অবৈধ দখলদারদের উচ্ছেদ করে এই ট্রাস্ট ও এর ক্যাম্পাস দ্রুত আমাদের কাছে বুঝিয়ে দেওয়া হোক।”
এ সময় উপস্থিত অন্যান্য সদস্যরাও প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে ট্রাস্টটি বৈধ কমিটির কাছে হস্তান্তর করা হয়।
সাভার