মশার উপদ্রবশীত কমার সাথে সাথে দিনাজপুরের খানসামায় পাল্লা দিয়ে বেড়েছে মশার উপদ্রব। এলাকাভেদে মশার উৎপাত মাত্রাতিরিক্ত বলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা জানিয়েছেন। শীত কাটিয়ে উঠতে না উঠতেই তাপমাত্রার পরিবর্তনের কারণে যে গরম অনুভব হচ্ছে ঠিক তার সাথে শুরু হয়েছে অসহ্য যন্ত্রনা আর তা হলো মশার কামড়। সকাল নেই, সন্ধ্যা নেই, নেই রাত বিরতীহীনভাবে কামড়ে চলছে মশা।
এমন কোন স্থান নেই যেখানে মানুষ একটু স্বস্তিতে দাঁড়াতে বা বসতে পারে। আর রাতে তো মশারী ছাড়া ঘুমানোই দায় হয়ে পড়েছে। যদিও গরমে অনেকই মশা নিবারণের জন্য মশার কয়েল জ্বালিয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাচ্ছে তবুও রক্ষা মিলছে না। আবহাওয়া পরিবর্তনের এই সময়টা মশার প্রজনন মৌসুম বলে ধরা হয়।
উপজেলার ছাতিয়ান গড় গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন , দিন দিন মশার উৎপাত এত বাড়ছে যে ঘরে রীতিমতো তাদের সব সময় মশার গান শুনতে হচ্ছে। বিশেষ করে সকাল ও বিকেলে মশার উপদ্রব বেশি হয় উল্লেখ করে তারা আরও জানান, কিছু মশা ছোট আকারের এবং কিছু মশা বড়। মশার কয়েল ব্যবহার করেও এগুলো দূর করা যায় না।
সবমিলিয়ে এলাকায় মশার উপদ্রব বৃদ্ধির কারণে চরম বিব্রতকর অবস্থায় দিন কাটাচ্ছে এলাকাবাসী।