দিনাজপুরের বিরামপুরে আসন্ন রমজান উপলক্ষে অতি দরিদ্র ও অসহায় দুঃস্থ পরিবারের মাঝে (জি.আর) নগদ অর্থ বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মুকুন্দপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অতি দরিদ্র ও অসহায় দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন করে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার।
বিতরণকালে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাওসার আলী, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মশিহুর রহমান, ইউপি সদস্যগণ এবং অত্র এলাকার সুধিজন প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply