দিনাজপুরের বিরামপুরে ১৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুইজন নারীকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।
আটককৃত দুই নারী হলেন-পৌর এলাকার পূর্বজগন্নাথপুর মহল্লার আরিফুল ইসলাম স্ত্রী মনোয়ারা বেগম (৩০) এবং একই মহল্লার আব্দুল কাদের স্ত্রী দুলালী বেগম ওরফে স্বপ্না বেগম (২৮) উপজেলার হাবিবপুর হরেকৃষ্টপুর বাজারে এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ সূত্রে পুলিশ জানা যায়,গতকাল শনিবার (০১মে) রাত ৯টার সময় ভারত সীমান্ত এলাকা থেকে তাদের নিজের শরীরে বিশেষ সু-কৌশলে বেধে ব্যাটারিচালিত অটোরিকশায় যোগে বিরামপুর শহরের দিকে আসছিলেন ঐ দুই নারী। এসময় এসআই (নিঃ) মোস্তাফিজার রহমানের নেতৃত্বে পুলিশের একটি রাতের টহলদল অটো রিক্সাটি থামিয়ে তাদের সাথে কথা বললে তাদের কথাবার্তা সন্দেহ জনক মনে হলে পুলিশ তাদের শরীর তল্লাশি করে ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ভারতীয় ফেনসিডিলের মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-ঐ দুইজন নারী দীর্ঘদিন যাবত সু-কৌশলে তাদের মাদক ব্যবস্যা করে আসছিলো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার সকালে তাদেরকে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply