দিনাজপুরে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ১১৫ জনের মৃত্যু হলো।
আর গত ২৪ ঘন্টায় নতুন ২০ জনসহ এ পর্যন্ত ৫৪১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।আর নতুন ২৩ জনসহ এ পর্যন্ত ৫০১৮ জন সুস্থ হয়েছেন।
তবে আক্রান্ত ৫৪১৩ জনের মধ্যে ৫০১৮ জন সুস্থ ও ১১৫ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা রয়েছে ৩৮০ জন।
দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ জানান, রবিবার (২ মে) দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জন মৃত্যুবরন করেছে। এ নিয়ে এ পর্যন্ত ১১৫ জনের মৃত্যু হলো। তিনি আরো বলেন, গত ২৪ ঘন্টায় ১৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২০ জনের দেহে করোনায় পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৪১৩ জন। নতুন আক্রান্ত ২০ জনের মধ্যে সদর উপজেলাতে ১৪ জন। এছাড়া বিরলে ৩ জন, হাকিমপুরে একজন ও পার্বতীপুর উপজেলায় দুইজন। একই সময়ে নতুন আরো ২৩ জনসহ এ পর্যন্ত ৫০১৮ জন সুস্থ হয়েছেন। রবিবার আক্রান্তের হার ছিল ১৪ দশমিক ২৮ শতাংশ।
জেলায় করোনায় মৃত ১১৫ জনের মধ্যে সদর উপজেলায় ৫২, বিরলে ৭ জন, বিরামপুরে ৬ জন, বীরগঞ্জে ৬ জন, বোচাগঞ্জে ৪ জন, চিরিরবন্দরে ১১ জন, ফুলবাড়ীতে ৮ জন, হাকিমপুরে একজন, কাহারোলে ৫ জন, খানসামায় ৪ জন, নবাবগঞ্জে ৩ জন ও পার্বতীপুর উপজেলায় ৮ জন।
তবে জেলার ১৩টি উপজেলার মধ্যে ঘোড়াঘাট উপজেলায় এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি বলে জানা যায়।
Leave a Reply