কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ১০ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। রোববার (১৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে অনুমোদনের খবর পাওয়া মাত্রই শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা এবং শাহজাদপুরবাসী উল্লাসে মেতে ওঠেন।
গত এক বছর ধরে ছাত্র-ছাত্রীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন চালিয়েছেন। সর্বশেষ ২৬ জুলাই থেকে কঠোর কর্মসূচির পাশাপাশি ১৬ আগস্ট সকাল ১১টা থেকে ২৭ ঘণ্টা আমরণ অনশন চলে। এতে অসুস্থ হয়ে ৫ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হন।
অনশন ভাঙাতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. সুমন কান্তি বড়ুয়া শিক্ষার্থীদের হাতে শরবত পান করান। আন্দোলনের পেছনে সাংবাদিক চকর মালিথার কলম, শিক্ষার্থী-শিক্ষিকা এবং শাহজাদপুরবাসীর সমর্থন ছিল মূল চালিকা শক্তি।
শিক্ষার্থীরা বলেন, “চকর মালিথা ভাইয়ের লেখনী, ভিসি সাহেবের আন্তরিকতা এবং জনগণের ঐক্য ছাড়া আমাদের ন্যায্য আন্দোলন সফল হতো না।”
২০১৬ সালে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বর্তমানে ভাড়া ভবনে চললেও, একনেকের অনুমোদনের মাধ্যমে অবশেষে স্থায়ী ক্যাম্পাসের স্বপ্ন বাস্তবায়িত হলো।
Leave a Reply