শিহাব উদ্দিন তালুকদার,স্টাফ রিপোর্টারঃদীর্ঘদিন ধরে বিলুপ্ত থাকা রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২ অক্টোবর ২০২৩) সরকারি বাঙলা কলেজ মাঠ প্রাঙ্গনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ইনান এর সঞ্চালনায় ও সভাপতি সাদ্দাম হোসেন এর সভাপতিত্বে কর্মীসভা জনসভায় রূপ নেয়। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ বাঙলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে সাদ্দাম হোসেন বলেন -নিরাপদ শিক্ষা ব্যবস্থা এবং সাধারণ শিক্ষার্থীদের বিপদে পাশে থাকায় বাংলাদেশ ছাত্রলীগ দায়বদ্ধ।
এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দরা চলমান সরকারের উন্নয়ন প্রচারের জন্য বাঙলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে নির্দেশ দেন।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে বাঙলা কলেজ ছাত্রলীগ শাখার কমিটি নেই। যোগ্য নেতৃবৃন্দ খোঁজার জন্যই কেন্দ্রের সভাপতি এবং সাধারণ সম্পাদকের আগমন।
ইতিমধ্যে উক্ত কলেজ শাখার সভাপতি ও সেক্রেটারি পদপ্রার্থীরা সিভি জমা দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন হাফিজ হাওলাদার, এইচএম সাদ্দাম হোসেন, হামিদুল্লাহ জিহাদ, ফয়েজ আহমেদ নিজু, সাদ্দাম হোসেন শুভ, রুবেল হোসেন, জিলন হাওলাদার, ফরহাদ হোসেন, সাইফুল বাদশা, নাহিদ, পারভেজ,এম.আর দুর্জয়,বেলাল হোসেন রাজু, সুলাইমান খান এবং শফিকুল ইসলাম লাবু সহ অনেকেই।
কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যাচাই-বাছাই শেষে প্রেস রিলিজের মাধ্যমে বাঙলা কলেজ ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হবে।