কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:
খামারিদের শ্রমের মূল্য বিবেচনায় দুধের দাম বাড়ানোর পক্ষে মত প্রধান অতিথির, আলোচনায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, উপ-পরিচালকসহ জেলা-উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা
“খামারিদের কষ্টকে মূল্যায়ন করতে হবে। শুধু ব্যবসায়ী বা প্রসেসরদের লাভের কথা চিন্তা করে দুধের দাম নির্ধারণ করা যাবে না। খামারিরা ন্যায্য দাম না পেলে এ শিল্প টিকবে না” — এমনই মন্তব্য করেছেন প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
শনিবার (৫ জুলাই) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা বাগান এলাকায় আয়োজিত এলডিডিপি প্রকল্পের পুষ্টি খামারি সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফরিদা আখতার বলেন, “দুধ উৎপাদনে সবচেয়ে বেশি শ্রম দেয় খামারিরা। অথচ বাজারে দুধের দাম নির্ধারণে তাদের কথা খুব কমই শোনা হয়। গো-খাদ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু সেই অনুযায়ী খামারিরা মূল্য পাচ্ছে না। তাই তাদের শ্রমের ন্যায্যতা বিবেচনায় এনে অবিলম্বে দুধের দাম বাড়ানো প্রয়োজন।”
সমাবেশ ও মতবিনিময় সভায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার সোনালী খাতুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা প্রাণী। সম্পদ কর্মকর্তা ডাক্তার এ কে এম আনোয়ারুল হক
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
• প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সাঈদ
• অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) ড. শামসুল আহসান
• পরিচালক (পরিকল্পনা ও পর্যালোচনা) ড. এম আব্দুল বাকী
• এলডিডিপি প্রকল্প পরিচালক ড. আলমগীর হোসেন সরকার
• সিরাজগঞ্জ প্রাণিসম্পদ উপ-পরিচালক ডা. আনোয়ার হোসেন সরকার
• শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো. কামরুজ্জামান
• উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রিয়াজ হোসেন