মোঃ ইসমাইল হোসেন দুর্গাপুর প্রতিনিধিঃ
রাজশাহী দুর্গাপুরের জয়নগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পারিলা গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ওয়ার্ড কৃষক দলের নেতাকর্মীরা।
রবিবার(১৫ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের পারিলা ক্লাব চত্তরে দুস্থদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন।
৫ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি আলাউদ্দিন শনির সভাপতিত্বে ও ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক জিলহজ ইসলাম এবং যুগ্ম সম্পাদক সোহেল রানার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুল হান্নান, ইউনিয়ন বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান সান্টু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদয়।
এছাড়াও ছাত্র-জনতার আন্দোলনে কারা নির্যাতিত বিএনপি নেতা খোরশেদ আলি মাস্টার, বিএনপি নেতা মোবারক মাস্টার, ইউনিয়ন কৃষকদলের সাবেক আহ্বায়ক শামসুর রহমান, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, কোষাধক্ষ মাহমুদূর রহমান বাবু, মহিলা ইউপি সদস্য রুপালি বেগম, সাবেক ইউপি সদস্য বাবর আলীসহ ইউনিয়ন বিএনপি, কৃষকদলসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।