দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহী দূর্গাপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ, সেবা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠানটি সেবা মেলা ও লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি কৃষিবিদ ইনস্টিটিউশন, রাজধানী ঢাকায় সকাল ৯.৩০ মিনিটে শুরু হয় এবং জেলা ও উপজেলা পর্যায়ে ভার্চুয়ালি ভাবে যুক্ত হয়। তারই ধারাবাহিকতায় রাজশাহী দুর্গাপুরেও উপজেলা প্রশাসন, উপজেলা সমাজ সেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে (২৬ জুলাই) শনিবার সকাল ৯. ৩০ মিনিটে উপজেলা পরিষদের হলরুমে ভার্চুয়ালি ভাবে সারা বাংলাদেশের ন্যায় এক সঙ্গে উদযাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদের হলরুমে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, ২নং কিসমতগনকৈড় ইউপির প্রশাসক এম,এ,মতিন, ৫নং ঝালুকা ইউপির প্যানেল চেয়ারম্যান রাজেনা বিবি, দুর্গাপুর থানার এসআই শাহজাহান আলী ও দুর্গাপুরে কর্মরত সাংবাদিকসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও সমাজের বিভিন্ন সেক্টরের মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ১২টি হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
Leave a Reply