
মোঃ ইসমাইল হোসেন নবী
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহী দুর্গাপুর উপজেলার পৌরসভা ৪ নং ওয়ার্ডের নান্দোপাড়া গ্রামে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে মো. সাজ্জাদ হোসেন ওরফে কালু (৪৮) নামের এক ব্যক্তিকে। গত শুক্রবার (১ আগস্ট) রাতে উপজেলার নান্দোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত সাজ্জাদ হোসেন ওরফে কালু নান্দোপাড়া গ্রামের মৃত মোখলেছুর রহমান হেনার ছেলে।
এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে (১ আগস্ট) ওই তরুণী খড়ি কুড়ানোর উদ্দেশ্যে মাঠে যান। পরে সকাল ১০টার দিকে সাজ্জাদ হোসেন ওরফে কালু তাকে স্থানীয় মো. জহিরের পাটক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর ভাই শিমুল বিশ্বাস জানান, দীর্ঘ সময় ধরে বাড়ি না ফেরায় খোঁজ নিতে গিয়ে তিনি বোন ও অভিযুক্তকে একসঙ্গে দেখতে পান। তাকে দেখে সাজ্জাদ ভয়ে পালিয়ে যায়। পরে তরুণী পুরো ঘটনা জানান। পরামর্শ করে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে নান্দোপাড়া এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার দাস বলেন, ভিকটিমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ব্যবস্থা নিই। শুক্রবার রাতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করি এবং পরের দিন শনিবার দুপুরে আদালতে সোপর্দ করলে তাকে কারাগারে পাঠানো হয়।
প্রশাসনের এমন দ্রুত ব্যবস্থা গ্রহণের কারণে প্রশাসনের প্রতি জনসাধারণের আস্থা ফিরে এসেছে।
Leave a Reply