মোঃ গোলাম মোরশেদ:পাঁচবিবি উপজেলার দক্ষিন সোনাপাড়া গ্রামে ইউনিয়ন কৃষক দলের আহবায়ক কাজী আনিছুর রহমানের খড়ের গাদায় দুর্বৃত্তদের দেওয়া আগুন। গত বুধবার রাত ১১:৩০ মিনিটে তার খড়ের গাদায় আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে ফোন দেন। ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই পুড়ে ছাই হয়ে যায়।বুধবার মধ্যরাতে মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিন সোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।ইউনিয়ন কৃষক দলের আহবায়ক কাজী আনিছুর রহমান বলেন, আমি কোন দিন মানুষের খতি করিনি আজ যারা আমার এই খতি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।পুলিশ জানায়, সোনাপাড়া গ্রামের কৃষক দলের আহবায়ক কাজী আনিছুর রহমান ধান মাড়াইয়ের পর গবাদি পশুর খাদ্য হিসেবে বাড়ির পাশে খড়ের গাদা তৈরি করে। রাতে দুর্বৃত্তরা খড়ের গাদা আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে খড়ের গাদা পুড়ে ছাই হয়ে যায়। এতে তার দুইলাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে।