খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ নতুন সম্প্রসারিত ভবনে কার্যক্রম শুরু হয়েছিল অনেক আগেই। তবে দীর্ঘদিন ধরে পরিষদের যাতায়াত সড়ক ও আশপাশের জলাশয় ভরাটসহ সৌন্দর্যবর্ধনমূলক উন্নয়ন কাজগুলো পিছিয়ে ছিল। সম্প্রতি বরাদ্দ পাওয়া যাওয়ায় সেই অপেক্ষার অবসান ঘটেছে। এখন দ্রুত গতিতে চলছে এসব উন্নয়ন কাজ।
পরিষদ ভবনের চারপাশে বালু ভরাটের কাজ শেষ পর্যায়ে রয়েছে, চলছে ফিনিশিং কাজ। পাশাপাশি যাতায়াতের রাস্তা সংস্কার ও সম্প্রসারণ করা হচ্ছে। শুধু তাই নয়, এলাকা সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে নতুন করে খনন করা হচ্ছে পুকুর, বৃক্ষরোপন করা, আধুনিক লাইটিং ব্যবস্থা, আকর্ষণীয় প্রবেশদ্বার (গেট) নির্মাণ এবং শিশুদের জন্য একটি বিনোদনমূলক পার্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কাজ সম্পন্ন হলে উপজেলা পরিষদ চত্বর হবে আধুনিক, দৃষ্টিনন্দন এবং ব্যবহার উপযোগী।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, “উন্নয়নমূলক কাজগুলো দীর্ঘদিন ধরে পিছিয়ে ছিল মূলত পর্যাপ্ত বরাদ্দ না থাকার কারণে। সম্প্রতি বরাদ্দ পাওয়ায় আমরা দ্রুত গতিতে কাজ শুরু করেছি। আশা করছি অল্প সময়ের মধ্যেই সবগুলো কাজ শেষ করতে পারব।”
স্থানীয়রা মনে করছেন, এসব উন্নয়ন কাজ সম্পন্ন হলে উপজেলা পরিষদ এলাকা শুধু প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবেই নয়, বরং সাধারণ মানুষের জন্য একটি সুন্দর মিলনমেলা ও বিনোদনের স্থান হয়ে উঠবে।
Leave a Reply