মোঃ আজগার আলী, স্টাফ রিপোর্টার সাতক্ষীরা:
সাতক্ষীরার দেবহাটার কুলিয়া বাজার এলাকা থেকে ৫০ বোতল ভারতীয় কোরেক্সসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে আল মামুন (২৫) এবং সদর উপজেলার শাখরা এলাকার মৃত আনছার আলী গাজীর ছেলে মোঃ ইব্রাহিম খলিল (৩১)।
জেলা ডিবি পুলিশের ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্যা জানান, কুলিয়া দিয়ে মাদক পাচারের গোপন তথ্য পেয়ে এসআই মোঃ মিনাজ উদ্দীন, এএসআই সুফিয়ান ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ কোরেক্স উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply