দেবহাটা থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে নিয়মিত মামলার ৫ জন আসামী গ্রেফতার হয়েছে। আটককৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার ও বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই লালচাদ মিয়া চক মোহাম্মাদালীপুর গ্রামের জনাব আলীর ছেলে জাকির হোসেন (৩২) এবং এসআই(নিঃ) শেখ মোঃ গোলাম আজম, সঙ্গীয় ফোর্সসহ আসামী উত্তর সখিপুর গ্রামের মৃত মজিদ সরদারের ছেলে সাইফুল ইসলাম (৩৭), এসআই হাফিজুর রহমান, এসআই শরিফুল ইসলাম, এএসআই আব্দুর রহিম গাজী সংগীয় ফোর্সসহ আসামী ফুলবাড়িয়া গ্রামের মৃত ফরমান সরকারের ছেলে সোহরাব হোসেন @ শাহারত (৫৫), মাঝ পারুলিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর সরদার (৬০) ও দক্ষিন পারুলিয়া গ্রামের মৃত আলহাজ¦ মাদার মোল্যার ছেলে ফারুক হোসেন (৫৫) কে গ্রেফতার করেন। আসামীদেরকে ইং-১৮/০৩/২৩ ইং তারিখে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply