মহামারি করোনাভাইরাসের কারনে পুরো পৃথিবীর মানুষ যখন আতঙ্কিত হয়ে মৃত্যুর ভয়ে প্রতিটা মূহুর্ত পার করছে প্রতিটা মূহুর্ত যেন কাটছে অচেনা এক শত্রুর আঘাতে নিকটতম কোনো স্বজনের মৃত্যুর সংবাদে। ঠিক সারা বিশ্বের প্রতিটি দেশের মতই বাঙালিরাও একই ভয়ে প্রতিটা দিন অতিবাহিত করছে । গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২১৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ হাজার ৬১৩ জন। একই সময়ে করোনা আক্রান্ত ১০ হাজার ১২৬ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৪৬ শতাংশ। এ নিয়ে এ পর্যন্ত মোট ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
বৃহষ্পতিবার( ১৩ই আগষ্ট) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৫ হাজার ৭৮টি নমুনা পরীক্ষায় ১০ হাজার ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৪৬ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১৫ জনের মধ্যে ১০৭ জন পুরুষ ও ১০৮ জন নারী। ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জন মারা গেছেন। রাজশাহী বিভাগে এ সময়ে সবচেয়ে কম আট জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, খুলনা বিভাগে ২৮ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ২২ জন, বরিশাল বিভাগে ১২ জন ও রংপুর বিভাগে ১৬ জন মারা গেছেন। একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৯০ জন। মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৬২ হাজার ৬৫ জন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৩ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৩৫ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৬৯ শতাংশ। সূত্র মতে, গত মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগেও, গত ৫ আগস্ট রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া, ৭ আগস্ট ২৬১ জনের মৃত্যু হয়েছিল। গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
করোনার কবলে পড়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ লকডউনে দীর্ঘদিন যাবত সকল প্রকার ব্যবসা বাণিজ্য বন্ধ থাকায় দেশ আরো বিপর্যায়ের মুখে পড়লেও গত ১১ই আগষ্ট থেকে লকডাউন খুলে দিয়ে দেশের প্রতিটি সিমানায় করোনা টিকা দেওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় সচেতনমহল সহ দেশের সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে যাচ্ছে এই করোনার টিকা ।এতে দেশের মানুষ এই প্রাণঘাতী করোনার প্রকোপ থেকে মুক্তি পাওয়ার আশায় প্রহর গুনছেন।
Leave a Reply