নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনি বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকায় চট্টগ্রাম জেলা ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ পেলেন আবদুর রহিম।এছাড়া তিনি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠন এর চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পান।
উল্লেখ্য যে,গতকাল দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম জেলা ব্যুরো প্রধান হিসাবে নিয়োগ দিলেন আবদুর রহিম কে।উক্ত নিয়োগ কমিটির সভাপতি উক্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমান ও উক্ত পত্রিকার বার্তা সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ এর সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
চট্টগ্রাম জেলা ব্যুরো প্রধান হিসাবে নিয়োগ প্রসঙ্গে দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ জানান,আবদুর রহিম দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকায় কাজ করে আসছেন।তাছাড়া তার অভিজ্ঞতার কথা মাথায় রেখে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করি।আশাকরি আবদুর রহিম তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন।
নিয়োগ প্রসঙ্গে আবদুর রহিম বলেন,আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমান ও বার্তা সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ এর প্রতি।উনারা আমাকে যোগ্য মনে করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি।আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।