নিজস্ব প্রতিনিধিঃ- ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সুনামগঞ্জ জেলা ব্যুরো প্রধানের দায়িত্বে থাকা এম আট ছায়েম কে বহিষ্কার করা হয়েছে।এম আর ছায়েমের বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের অভিযোগ পাওয়ায় গত ২৬শে মার্চ সন্ধ্যায় গোবিন্দগঞ্জ বাজার দৈনিক মাতৃজগত পত্রিকার অফিসে গিয়ে খোঁজ খবর নেন উক্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমান।
সম্পাদক নিজেই এম আর ছায়েমের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছায়েম সম্পাদক কে কোন প্রকার সৎউত্তর দিতে পারেননি।তার উপর অভিযোগ সত্য প্রমানিত হওয়ায় ছায়েম কে দৈনিক মাতৃজগত পত্রিকার সুনামগঞ্জ জেলা ব্যুরো প্রধানের পদ থেকে বহিষ্কার করেন সম্পাদক খান সেলিম রহমান।
এই বিষয়ে দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান বলেন,অনেকদিন ধরে আমাদের সুনামগঞ্জ জেলা ব্যুরো প্রধান এম আর ছায়েমের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ যাচ্ছে আমার কাছে।আমি নিজেই তার অফিসে গিয়ে যাচাই-বাছাই করতে গেলে তার উপর অভিযোগের সব সত্যতা মিলে আর তাই আমি স্থানীয় লোকজন কে সাক্ষী করে কোর্টে একটা অভিযোগ দাখিল করি এবং তাকে বহিষ্কার করি।ঢাকায় এসে আরো একটি অভিযোগ দাখিল করেন দৈনিক মাতৃজগত পত্রিকার আইন উপদেষ্টা এ বি সিদ্দিকুর রহমান এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট।এইভাবে আমার পত্রিকার সম্মান নষ্ট করার অধিকার কারো নেই।
উল্লেখ্য যে,বেশকিছু দিন ধরে এম আর ছায়েমের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ যাচ্ছিলো দৈনিক মাতৃজগত পত্রিকার হেড অফিসে।আর সেই অভিযোগের ভিত্তিতে সম্পাদক নিজেই সুনামগঞ্জ জেলা অফিসে যায় এবং এম আর ছায়েমের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগের সত্যতা যাচাই-বাছাই করেন।
Leave a Reply