মোঃ আলমগীর হোসেন রিপোর্টার:
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁওয়ের জনপদজুড়ে রোববার সকাল থেকেই নেমে আসে এক ভিন্ন রঙের সজীবতা। বিএনপি ও এর অঙ্গসংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল এবং ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ব্যাপক জনসংযোগ, লিফলেট বিতরণ এবং পথসভা মিলিয়ে পুরো এলাকাই যেন উৎসবমুখর হয়ে ওঠে। পথজুড়ে মানুষের ঢল, মুখে উচ্ছ্বাস, চোখে পরিবর্তনের আকাঙ্ক্ষা—সব মিলিয়ে দিনটি রূপ নেয় প্রত্যাশা আর উদ্দীপনার অনন্য এক সমাবেশে।
পথসভার কেন্দ্রবিন্দুতে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি এবং নারায়ণগঞ্জ–৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নান।
মান্নান তার বক্তব্যে দৃঢ় প্রত্যয়ে ঘোষণা দেন— সিদ্ধিরগঞ্জে বহু প্রতীক্ষিত আধুনিক হাসপাতাল নির্মাণ, সন্ত্রাস–চাঁদাবাজিমুক্ত শান্তিপূর্ণ জনপদ এবং উন্নয়ন–স্বচ্ছতার টেকসই রাজনীতি প্রতিষ্ঠায় আমি অঙ্গীকারবদ্ধ।
তার ভাষণ শেষ হওয়ার আগেই মানুষের মুখে ফুটে ওঠে স্বস্তি ও আশার আলো। বহু বছরের প্রত্যাশা যেন নতুন করে উজ্জীবিত হয় জনতার হৃদয়ে। চারপাশে ছড়িয়ে পড়ে করতালি আর স্লোগানের তরঙ্গ।
২ নং ওয়ার্ডের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ কণ্ঠে বলেন— “মান্নান ভাইয়ের পাশে আছি, থাকব। ধানের শীষে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করাই আমাদের অঙ্গীকার। পথসভার বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় ত্যাগী নেতা, জনাব মো. ইকবাল হোসেন—দলিল লেখক ও আমিন, সাবেক যুগ্ম সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর যুবদল এবং সভাপতি ২ নং ওয়ার্ড যুবদল।
এর সঙ্গে উপস্থিত ছিলেন— ওমর ফারুক, সহ-সভাপতি ২ নং ওয়ার্ড যুবদল; ইব্রাহিম, যুবদল নেতা; নজরুল ইসলাম, সাবেক সদস্য নারায়ণগঞ্জ মহানগর;
এছাড়াও ছিলেন আনোয়ার, সোহান, স্বপন, সাওন, অনিক, জাকির ও রুবেলসহ এলাকাব্যাপী শত শত নেতাকর্মী।
তরুণদের উদ্দেশে ইকবাল হোসেন তার পরিচিত আন্তরিক ভঙ্গিতে বলেন— “ধানের শীষ মানুষের আস্থা—ধানের শীষ মানে হৃদয়ের বাংলাদেশ। পরিবর্তনের সূচনা ঘটাতে তরুণদের দায়িত্ব নিতে হবে, এখনই সঠিক সময়।”
তার বক্তব্য তরুণদের মাঝে মুহূর্তেই উচ্ছ্বাসের ঢেউ তোলে—সারা পথজুড়ে স্লোগান, হাততালি আর উৎসাহে পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্ত।
নেতাকর্মীরা বিশ্বাস করেন— ধানের শীষকে ঘিরে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, তা আরও বিস্তৃত হবে, আরও শক্তিশালী হবে মানুষের প্রেরণায়।
আগামী নির্বাচনে এ উৎসাহই বদলে দেবে নারায়ণগঞ্জ–৩-এর রাজনৈতিক বাস্তবতা।