ধামইরহাটে ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
মোঃ সহিদুল ইসলাম ধামইরহাট অফিসঃ
সারাদেশের কৃষি খাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নওগাঁ জেলার বরেন্দ্র এলাকা ধামইরহাট উপজেলা। এ অঞ্চলে প্রায় সব ধরণের কৃষি পণ্য উৎপাদন হয়ে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে ধানের চাষ। এরই ধারাবাহিকতায় নওগাঁর ধামইরহাটে চলতি মৌসুমে ধানের বাম্পার ফলনের আশা করছেন এলাকার ধানচাষীরা। চলতি বছরে গত বছরের ন্যায় আবহাওয়া অনুকূলে থাকলে ধানের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। ধামইরহাট উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও শ্রমিক দের সূত্রে জানা গেছে, প্রতি বিঘায় গড়ে(৪৯ শতক) ৩০ থেকে ৪০ মন হারে ধান উৎপাদন হতে পারে। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে জানা যায়, ধানের দানা গুলো পরিপুষ্ট ও বড়ো আকারের তৈরী করনের লক্ষ্যে জিংক গ্রুপের কীটনাশক ব্যাবহার করা হচ্ছে। এছাড়াও জমিতে সেচ প্রদান সহ কারেন্ট পোকার আক্রমন ও পচা রক্ষার্থে পরিচর্যা চালিয়ে যাচ্ছেন ধানচাষীরা।
ধামইরহাট এলাকার ধানচাষী মো: সুলতান মাহমুদ ও মোঃ মকবুল হোসেন ও মোঃ মাফুজুর রহমান জানান, বুকভরা আশা নিয়ে ধানের পরিচর্যা করছেন ধানচাষীরা। এ অঞ্চলে গত বছরে ধানের বাম্পার ফলন হয়েছে। এ বছরে ঝড় বৃষ্টি না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে গত বছরের ন্যায় ধানের বাম্পার ফলন হতে পারে। চলতি মৌসুমে আবহাওয়ার অবনতি না হলে এবং ঝড় বৃষ্টি না হলে এ উপজেলায় ধানের বাম্পার ফলন হবে বলে আশা করছেন এলাকার ধান চাষীরা।