ফরহাদ মিয়া হালুয়াঘাট-ধোবাউড়া প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ধোবাউড়ায় মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকালে ধোবাউড়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল।
বক্তব্যে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ পুনর্গঠন ও রাষ্ট্রীয় কাঠামোকে জনগণের অধিকারমুখী করতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি। তিনি তৃণমূল নেতাকর্মীদের এই কর্মসূচিকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
এসময় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন। সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণ করেন।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বলেন, এই কর্মসূচির মাধ্যমে তৃণমূলে বিএনপির অবস্থান আরও সুসংহত হবে এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।