ধোবাউড়া -হালুয়াঘাট প্রতিনিধি: ফরহাদ মিয়া
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে ভিজিএফ (জিআর) চাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে বিভিন্ন পূজামণ্ডপে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) [উজ্জল হোসেন ] এ সময় চাল বিতরণের কার্যক্রম তদারকি করেন। প্রতি পূজামণ্ডপে নির্দিষ্ট পরিমাণ চাল বরাদ্দ দেওয়া হয়, যা পূজা উদ্যাপনের স্বাচ্ছন্দ্য আনতে সহায়ক হবে।
এ সময় উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্থানীয় পূজা উদ্যাপন কমিটির নেতারা জানান, সরকারের এ সহযোগিতা তাদের উৎসবকে আরও আনন্দমুখর করে তুলবে।
---