ধোবাউড়ায়-২০(বিশ)বোতল ভারতীয় মদসহ-১ জনকে আটক করে ধোবাউড়া থানা পুলিশ
মাহবুব আলম সরকার স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ৭নং বাঘবেড় ইউনিয়নের ২০ বোতল রয়েল স্টিক ভারতীয় মাদসহ ১ জনকে আটক করেছে ধোবাউড়া ধোবাউড়া থানা পুলিশ।সোমবার রাত ১০ টায় আটককৃত এক জন হলেন মোঃআবুল কাশেম-(৫৭)মধ্য শালকোনা গ্রামের মৃত-মহব্বত আলীর ছেলে।এ বিষয়ে এস আই জাহিদ হাসান জানায় যে,ধোবাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)চান মিয়া,সংগীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০বোতল ভারতীয় মদ আনুমানিক মূল্য-১৪০০০(চৌদ্দ হাজার) টাকা,১জনকে আটক করে ধোবাউড়ায়-২০ বোতল ভারতীয় মদসহ থানায় নিয়ে আসা হয়।ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চান মিয়া,মাতৃজগত পত্রিকা ও বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকা এবং Mtvকে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে এস আই জাহিদ হাসান সোমবার রাত ১০-টায় ধোবাউড়া উপজেলার ৭নং বাঘবের ইউনিয়নের।মুস্নিরহাট টু বেলতলী রোডে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া অভিযান অব্যাহত থাকা'বস্থায় ব্যাগবাহী একজনকে সন্দেহ করে থামিয়ে উক্ত কুখ্যাত চোরাচালানকারী মাদক ব্যবসায়ীকে আটক করি।
মাদক ও আসামীকে আটক করে,আসামীকে থানায় হেফাজতে রেখে মামলা রুজুর প্রক্রিয়া শেষে আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে অফিসার ইনচার্জ মোঃচান মিয়া তিনি আরও বলেন যে "মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিষয়ে কোন ছাড় দেওয়া হবেনা, মাদকের সাথে যে বা যারা জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।