নওগাঁর ধামইরহাটে সারাদিন রেমালের ঝড়ে কৃষকের চোখে জল
মোঃ মাফুজুর রহমান
নওগাঁ ধামইরহাট প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে রেমালের ঝড়ে সাধারণ কৃষক পাকা ফসল ঘরে তোলার আগেই পানিতে ডুবে যাচ্ছে। রেমালের তান্ডব সকাল থেকেই শুরু হয় (২৭মে) সোমবার সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয় সাথে ঝড়ো হওয়া বইতে শুরু করে। কোথাও বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি এবং কোথাও আহত বা নিহত খবর পাওয়া যায়নি কোন কোন জায়গায় দেখা মিলে রাস্তাটাই গাছ পড়ে গেছে তাছাড়া অন্য কোন দুর্ঘটনা খোঁজ পাওয়া যায়নি। ঝড়ো হাওয়ার কারনে গ্রাম অঞ্চল গুলোতে সকাল থেকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে,
সাধারণ কৃষক মিরাজুল ইসলাম এর সঙ্গে কথা হলে তিনি বলেন, আমাদের পাকা ধান আর ২ থেকে তিন দিন এর মধ্যে ঘরে তুলে আনতাম এর মধ্যে ঝড়ের কারণে বেশ ক্ষয় ক্ষতি সাধন করতে হচ্ছে,
শহিদুল ইসলামের এর সঙ্গে কথা হলো তিনি বলেন, শ্রমিক সংকটের কারণে আমরা ফসল ঘরে আনতে সময় লাগতেছে এরই মধ্যে রেমালের ঝড়ে আমাদের মাঠে থাকা ধান সারাদিনের বৃষ্টি ও ঝড়ের কারণে ধান মাঠে পড়ে যায় এবং বৃষ্টির পানির নিচে তলিয়ে যাচ্ছে। যদি রাতেও এমন বৃষ্টি হয় তাহলে মাঠে থাকা সমস্ত ধান নষ্ট হয়ে যাবে ।