নওগাঁ জেলা কারাগারের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
মোঃ সহিদুল ইসলাম নওগাঁ অফিসঃ
বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে,আনবো হাসি সবার ঘরে"এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় নওগাঁ জেলা কারাগারের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০ টায় নওগাঁ কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির মোড় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নওগাঁ জেল সুপার জনাব নজরুল ইসলাম জেলার এনায়েত উল্লাহ সহ অন্যান্য পেশাজীবি সংগঠন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয় পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত শেষে জেলা কারাগারের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেল সুপার জনাব নজরুল ইসলাম জেলার এনায়েতুল্লাহ সহ কারাগারের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন এ সময় প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ জেলা কারাগারের জেল সুপার জনাব নজরুল ইসলাম বলেন আজ এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমাদের এই স্বাধীনতা হয়তো কোনদিন আমরা পেতাম না। আর আমরা চিরদিন পাকিস্তানের গোলাম হয়ে থাকতাম, বুক ভরে স্বাধীনভাবে নিশ্বাসও নিতে পারতাম না তিনি আরও বলেন বঙ্গবন্ধুসহ ৩০ লক্ষ শহীদের রক্ত ৩ লক্ষ মা-বোনের সম্ভ্রম দিয়ে লাল-সবুজের পতাকা জয় হয়েছে তা রক্ষা করা আপনার আমার প্রত্যেক বাঙালির কর্তব্য ও দ্বায়িত্ব।