নওগাঁ থেকে বক্তারপুর হতে কুলা ভান্ডারপুর রোডে বেহাল দশা, যাওয়ার পথে রাস্তার উপর মাটি কাঁদা যেন নিত্যনতুন একটা ব্যাবস্থা। দীঘা নওগাঁ সদর নওগাঁ এম,বি,কে অবৈধ ভাবে মাটি খনন করে সেই মাটিগুলো প্রতিদিন নিয়ে যাওয়া হচ্ছে তার ভাটাতে ; রাস্তায় যেখানে সাধারণ মানুষ চলাচল করবে সেখানে চলাচল করছে এক এর পর এক মাটি পরিবহনকারী ট্রাকগুলো। এলাকার বাসিন্দারা তথা জনগন যে শুধু বিরক্তিবোধ করছেন তা নয় ; বরং কাদামাখা রাস্তার উপর দিয়ে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন ও হচ্ছেন বটে। দীঘা নওগাঁ সদর নওগাঁ এম,বি,কে, এবং তার টোটাল ট্রাক্টর প্রায় ১৩ থেকে ১৫ টি রাস্তায় চলাচল করে নওগাঁ জেলা প্রশাসক এর দৃষ্টি আকর্ষণ করতেছি বক্তারপুরে অবৈধভাবে মাটি উত্তোলন করে সরকারি রাস্তা গুলো নষ্ট করে মাটি দেওয়া হইতেছে ইট ভাটায়। জমির মালিক রাসেলের সম্রাট কৃষিজমি কাটছে অবৈধ মেশিন দিয়।
Leave a Reply