নিজস্ব প্রতিবেদকঃ- সিলেটে এস এম পি’র কোতোয়ালি মডেল থানার অভিযানে নগরীর মীরাবাজার থেকে যৌতুক মামলায় আদালতের নির্দেশে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি শাহীন উদ্দিন কে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রে, জানা যায় গ্রেফতার হওয়া আসামি শাহীন উদ্দিন (৩৫) পিতা সেলিম উদ্দিন, সাং আমকোনা, পোঃ আছিরগঞ্জ বাজার, থানাঃ গোলাপগঞ্জ, জেলাঃ সিলেট, বর্তমান ঠিকানাঃ উদ্দিপন-৩১ (৪র্থ তলা) ছন্দানীটুলা, মিরাবাজার,সিলেট। গত ২১/০৫/২০২২ ইংরেজি তারিখে ওই মামলার বাদী মোছাঃ মনোয়ারা বেগম, পিতা- মোঃ খয়রুল আলম, সাং জাহানপুর, থানা শাহপরান, সিলেট এর সাথে বিবাহ বন্ধনে সংসার জীবন শুরু হয় বর্তমানে (১৪ মাসের) একটি কন্যা সন্তানের জননী মনোয়ারা বেগম।
এবং ওই মামলার বাদী মনোয়ারা বেগম এর বক্তব্যে যানা যায় যে বিয়ের ১বছর পর থেকেই তার উপর শারীরিক নির্যাতন হচ্ছে । নির্যাতনের মূল কারণ হলো প্রথম বারে আসামি শাহীন উদ্দিন ব্যাবসা করার জন্য এক লক্ষ টাকা যৌতুক হিসেবে এনে দেয়ার জন্য দাবি জানান তার স্ত্রী মনোয়ারা বেগমের কাছে কিন্তু অনেক নির্যাতনের শিকার হওয়ার পরে মনোয়ারা বেগম বাবার বাড়িতে এসে বাবা-মা ও বড় ভাইদের কাছে অনেক কান্নাকাটি করার পর বড় ভাই সাজন মিয়া বোনের সুখের কথা ভেবে মানুষের কাছ থেকে ধার করে ৪০ হাজার টাকা এনে দিয়েছিলেন।
কিছু দিন পর হঠাৎ করে বড় ভাই সাজন মিয়া মারা যান।
এর মধ্যে অসুস্থ বাবা বিছানায় পড়ে আছেন। বড় আরেক ভাই দিনমজুর মানুষের কাজ করে কোনো রকম সংসার চালাচ্ছেন ঠিক এই সময়ে আবারো আসামি শাহীন উদ্দিন মটর সাইকেল কেনার জন্য তাহার স্ত্রী মনোয়ারার বেগমের কাছে আরো এক লক্ষ টাকা যৌতুক হিসেবে বাবার বাড়ি থেকে এনে দেয়ার জন্য নির্যাতন শুরু করেন তার স্বামী শাহীন উদ্দিন তখন মনোয়ারার পরিবারের লোকজন টাকা না দিতে অপারগতা প্রকাশ করায় মনোয়ারা বেগম কে তিন তালাক দিয়ে বাবার বাড়িতে তাড়িয়ে দিলেন ।
তার পর অসহায় মনোয়ারা বেগমের পরিবার আসামি শাহীন উদ্দিনের পরিবারের কাছে কোনো ধরনের বিচার না পেয়ে আইনের আশ্রয় নিয়ে মনোয়ারা বেগম বাদী হয়ে গত ০৭/০৪/২০২২ ইং তারিখে ১নং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হইয়া যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় একটি মামলা দায়ের করেন। কোতোয়ালী সি,আর,মামলা নং ৪৮৪/২০২২ ইংরেজি,
আর ওই মামলায় অভিযুক্ত আসামি শাহীন উদ্দিন কে গত ১৪/০৪/২০২২ ইং তারিখে নগরীর মিরা বাজার এলাকা থেকে রাত আনুমানিক ০৮.৩০ মিনিটের দিকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মাহমুদ এবং তিনি আরো বলেন যে ভিকটিম মনোয়ারা বেগম যেনো তাহার সঠিক বিচার পায় সেই ব্যাপারে আমি সকল বিষয়ে সহযোগিতা করবো।
Leave a Reply