ঢাকা জেলা ষ্টাফ রিপোর্টার:
সৈয়দ উসামা বিন শিহাব।
ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া টি.কে মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষিকা যমুনা রায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে পরিবারের সঙ্গে রাতের খাবার শেষে নিজ কক্ষে ঘুমাতে যান যমুনা। রাত আনুমানিক ২টার দিকে পাশের কক্ষ থেকে তার মা দেখতে পান, তিনি গলায় ওড়না পেঁচিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন। খবর পেয়ে সকাল ১১টার দিকে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত ও আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে।
যমুনা রায় নবাবগঞ্জ উপজেলার বেরিবাধ এলাকার বাসিন্দা এবং সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের বাংলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মেধাবী ছাত্রী ছিলেন। পরে ২০২৩ সালে শিকারীপাড়া টি.কে মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন বাংলা শিক্ষক হিসেবে যোগ দেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সরকারি চাকরি না পাওয়ার হতাশা এবং সম্প্রতি প্রকাশিত শিক্ষক নিয়োগের ফলাফলে ব্যর্থ হওয়ায় তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
Leave a Reply