ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নটি বন্যা কবলিত হওয়ায় বেশ কিছু যাবৎ টং পেতেই বসবাস করে আসছে রায়পুরের শিবনাথের পরিবার।শিবনাথের স্ত্রী আমাদেরকে বলেন ” তারা এই জায়গাটিতে ভাড়া হিসেবে রয়েছেন।তাছাড়া ঘরটিও ভাঙাচূড়া হওয়ায় সামান্য বৃষ্টি হলেই ভিজে যেতে হয়।” তিনি আরোও বলেন সরকারের প্রতি তার একটাই দাবি সরকার যেন তাকে একটু আবাসন বাবদ একটি ঘরের ব্যবস্হা করে দেন।
Leave a Reply