ঢাকার নবাবঞ্জের নয়নশ্রীর তালতলায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে ফসলি জমির মাটি বিক্রি। রাতের আধারে প্রতিদিন ফসলি জমির মাটি কেটে স্থানীয় কয়েকটি ইট ভাটায় বিক্রি করা হচ্ছে।
স্থানীয়দের মাধ্যমে জানা যায়, তুইতালের মোঃ বারেক হাজির ছেলে নান্নু মিয়া ও চর তুইতালের শেখ মাসুদ রাতের আঁধারে ফসলি জমির মাটি বিক্রি করছে। এতে একদিকে যেমন স্থানীয় সড়কের ক্ষতি করছে তেমনি ফসলি জমিরও ক্ষতি করছে এই দুই ব্যক্তি।
স্থানীয়রা আরো জানান, ফসলি জমির মাটি বিক্রি করে তারা যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। সেই সাথে এলাকার রাস্তাঘাট নষ্ট করে ফেলছে। মাটি বহনের জন্য মাহেন্দ্র গাড়ি চালিয়ে রাস্তার বেহাল দশা করে ফেলেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, অনেকদিন ধরেই তারা এখানে মাটি কাটছে। মাহেন্দ্রের চাকায় নষ্ট হচ্ছে রাস্তা ঘাট। এ বিষয়গুলো দেখেও যেনো কেউ দেখছে না। প্রশাসনকে ফাঁকি দিয়ে রাতের আঁধারে লুকিয়ে মাটি বিক্রি করছে ইট ভাটায়। তারা প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ ভয়ে কিছু বলে না।
এ বিষয়ে মাটি ব্যবসায়ী নান্নু সত্যতা শিকার করে বলেন, জমি আমার কিন্তু মাটি মাসুদ কেটে বিক্রি করছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু মাটি স্থানীয় কয়েকটি ইট ভাটায় বিক্রি করেছে আমি জানি। কিন্তু আমি কোন টাকা পয়সা নেই না।
মাটি ব্যবসায়ী মাসুদ বলেন, কিছু মাটি ইট ভাটায় বিক্রি করেছিলাম। এখন করি না। রাস্তার কাজে মাটি বিক্রি করছি। নান্নুর জমি নান্নু অবশ্যই আমার কাছ থেকে টাকা নিচ্ছে। এখন মিথ্যা বলছে। তার সাথে টাকার চুক্তি করে জমির মাটি কাটা হচ্ছে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম বলেন, যদি কেউ ফসলি জমির মাটি ইট ভাটায় বিক্রি করে থাকে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।