স্টাফ রিপোর্টার হেবজুল বাহার ১৩/০৯/২০২৫ইং
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগে অংশীজনদের অংশগ্রহণে গতকাল শনিবার (১৩/৯) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মহিলা ডিগ্রি কলেজ অডিটরিয়ামে দিনব্যাপী জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক এহসান মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালক'র সদস্য যুগ্ম সচিব আ.ন.ম. নাজিম উদ্দীন।
নিরাপদ খাদ্য সক্ষমতা বৃদ্ধিকরণে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সিনিয়র কনসালটেন্ট হাবিবুর রহমান। আরো বক্তব্য রাখেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার বশির আহম্মদ, এসি ল্যান্ড খালেদ বিন মনসুর, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার নাগ, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম, জামায়াতের ইসলামীর আমির মোখলেছুর রহমান, ইসলামী আন্দোলনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ প্রমূখ।
বক্তারা বলেন, দেশে প্রতি বছর প্রায় নিরাপদ খাদ্যের অভাবে তিন কোটি মানুষ খাদ্যবাহিত রোগে আক্রান্ত হয়, প্রতিদিন ৫শত জন লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়, প্রতিবছর মারা যায় প্রায় ৩৫ হাজার মানুষ এবং দুই লক্ষ লোক ক্যান্সার আক্রান্ত হয়। তাই আমাদের সচেতনতার মধ্য দিয়ে ভেজাল খাদ্য পরিহার করে নিরাপদ খাদ্য গ্রহণ করতে কর্মশালায় গুরুত্বারোপ করেন।
কর্মশালায় অংশগ্রহণ করেন, চিকিৎসক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সাংবাদিক ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।