
মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর :
নাটোরের নলডাঙ্গা উপজেলায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল এমরান খাঁনকে স্বাগত জানাতে পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। ৭ ডিসেম্বর ২০২৫, শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ স্থানীয় সুধীজন অংশ নেন। উপস্থিত বক্তারা নলডাঙ্গার সমন্বিত উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সহজ ও দ্রুত সেবা নিশ্চিতকরণসহ জনগণের গুরুত্বপূর্ণ প্রত্যাশা তুলে ধরেন। মুক্তিযোদ্ধারা নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে প্রশাসনিক সহযোগিতার অনুরোধ জানান।
নবাগত ইউএনও মোঃ আল এমরান খাঁন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নলডাঙ্গার উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবা তার দায়িত্ব পালনের মূল অঙ্গীকার হবে। সকলের সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমেই একটি আধুনিক ও সেবামুখী প্রশাসন গড়ে তোলা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম জহুরুল ইসলাম নতুন ইউএনওকে যথাযথ তথ্য প্রদানসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জুনায়েদ হোসেন লেনীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান, ইউডিএফ মোঃ আছাফুল ইসলাম সিদ্দিকী, পরিসংখ্যান কর্মকর্তা মোছাঃ রেহেনা পারভিন এবং সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসনের আয়োজন করা এই মতবিনিময় সভায় উপস্থিত অতিথিরা নতুন ইউএনওর প্রতি শুভকামনা জানান এবং উপজেলা উন্নয়নের যে কোনো উদ্যোগে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply