মোঃ রাসেল ব্যাুরো প্রধান নাটোর :
নাটোরের নলডাঙ্গা উপজেলায় আজ রবিবার (৩ আগস্ট) সকাল থেকে টানা ভারি বর্ষণের ফলে প্রায় ১৫ হেক্টর জমির আমন ধান পানির নিচে নিমজ্জিত হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। ক্ষতির পরিমাণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।
উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা গেছে, সদ্য রোপণ করা বীজতলা ও আমনের চারা পানিতে একেবারে ডুবে গেছে। হঠাৎ এই ভারি বৃষ্টিপাতে অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
স্থানীয় কৃষক আমিন হেমব্রম সহ মোঃ জালাল শেখ মোঃ শুক্কুর আলী, মোঃ ইব্রাহীম মন্ডল বলেন “এই কয়দিন আগে চারা রোপণ করেছি। এখন ধান গাছগুলো পানির নিচে। যদি পানি তাড়াতাড়ি না নামে, তাহলে গাছ পচে যাবে। অনেক টাকা খরচ করছি, এখন সব শেষ হয়ে যাওয়ার ভয় করছি।” আরেক কৃষক মোঃ রাব্বেল বলেন, “জমি করতে সার, শ্রমিক, চারা—সব মিলিয়ে অনেক খরচ হয়েছে। এখন যদি ক্ষতি হয়, আমাদের আর কিছু থাকবে না।”
উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোয়ার হোসেন বলেন এ বছর রোপা আমনের লক্ষ্যমাত্রা ৩৯৪০ হেক্টর। ইতিমধ্যে ১৮৫০ হেক্টর রোপণ সম্পন্ন হয়েছে, প্রায় ১৫ হেক্টর জমির ধান নিমজ্জিত হয়েছে, আমরা খুব দ্রুততম সময়ে পানি নিষ্কাশনের জন্য কৃষকদের সাথে সরেজমিনে দেখা করে পরামর্শ দিচ্ছি। তবে এ বছর কৃষকরা বিনা সেচেই রোপা আমনের জমি প্রস্তুত করতে সক্ষম হচ্ছে।
তিনি আরও বলেন, “ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করে আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করব। মাঠপর্যায়ে কাজ চলছে এবং নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।”
স্থানীয় কৃষকদের দাবি, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। এজন্য তারা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।