নাটোরের কাছিকাটা টোল প্লাজা এলাকায় ট্রাক উল্টে খাদে পড়ে ৬জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এসময় আহত আরো ৫জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি যাত্রীবাহী পিকআপ কুষ্টিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাচিকাটা টোলপ্লাজা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত আরো ৫ ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরো দুই-একজন বাড়তে পারে।তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
তবে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে লাশ দাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
Leave a Reply