
মোঃ রাসেল শেখ ব্যুরো প্রধান নাটোর
১০ ডিসেম্বর, যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নাটোরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫ পালন করেছে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড নাটোর জেলা আঞ্চলিক শাখা।
বুধবার সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়, যা মানবাধিকার বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম মুক্তা। র্যালি শেষে আলোচনাসভায় সভাপতিত্ব করেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড নাটোর জেলা শাখার সভাপতি ও আজীবন সদস্য মোঃ আব্দুস শহীদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সংস্থার আইন উপদেষ্টা এডভোকেট আমিনুল ইসলাম (আমান), সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল আলম রুপক, সহ-সভাপতি বজলুর রহমান,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল শেখ,মানবাধিকার বাস্তবায়ন সংস্থার গুরুদাসপুর উপজেলা সভাপতি এডভোকেট রাশিদুল ইসলাম, নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক লাখো কন্ঠের নাটোর প্রতিনিধি মোঃ রেজাউল করিম মিন্টু।
এছাড়াও খাঁন ফাউন্ডেশন (ডিপিও) শাহীনা লাইজু সহ প্রতিনিধিবৃন্দ, ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের প্রতিনিধি মোঃ মুক্তা, আশা এনজিওর প্রতিনিধি মোঃ খলিলুর রহমানসহ বিভিন্ন মানবাধিকারকর্মী এনজিও কর্মী ও অতিথিরা র্যালিতে অংশ নেন।
বক্তারা বলেন, “মানবাধিকার আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। সমমর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত না হলে প্রকৃত মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।”
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি মানবাধিকার রক্ষায় সকলকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে শেষ হয়।
Leave a Reply