ব্যুরো প্রধান নাটোর :
নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের বাসুদেবপুর হাটে সরকারি জায়গার একটি বড় বটগাছ কাটার অভিযোগ উঠেছে ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারি ও স্থানীয় শিক্ষক মো. খবির মাষ্টারের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ নভেম্বর (রবিবার) ভোরে হাটের সরকারি জায়গায় থাকা বিশাল বটগাছটির অধিকাংশ ডাল কেটে ফেলা হয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটায় বাধা দেন। স্থানীয়দের অভিযোগ, সরকারি জায়গায় অবস্থিত গাছটি কাটার আগে কোনো সরকারি অনুমতি নেওয়া হয়নি। ঘটনার পর স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউনিয়ন ভূমি অফিসকে অবহিত করেন। পরে ইউএনও প্রিয়াংকা দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মো. আব্দুল লতিফ বলেন, “গাছটি যেহেতু হাটের জায়গায় অবস্থিত, তাই জমির পরিমাপ ও যথাযথ অনুমোদন ছাড়া গাছ কাটার চেষ্টা করা হয়েছে, যা অনিয়ম।” বাজার কমিটির সভাপতি ও হাটের ইজারাদার জানান, “খবির মাষ্টার কোনো কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নিজের প্রভাব খাটিয়ে সরকারি গাছ কাটতে উদ্যোগ নেন। এটি সম্পূর্ণ নিয়মবহির্ভূত কাজ।” তবে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মন্তব্য করতে রাজি হননি। অভিযুক্ত মো. খবির মাষ্টার অভিযোগ অস্বীকার করে বলেন, “গাছটি আমার নিজস্ব জমির অংশ। আমি নিয়মিতভাবে এর খাজনা ও খারিজ পরিশোধ করি। দোকান নির্মাণের জন্য গাছ কাটতে গেলে স্থানীয়রা ভুল বোঝাবুঝির কারণে বাধা দেন।” এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।