নাটোরের লালপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শাহীন কাদির নামের এক এনজিও কর্মী নিহত হয়েছে। নিহত শাহীন কাদির বগুড়ার ধনট উপজেলার বেড়াবাড়িয়া এলাকার জমশেদ আলীর ছেলে। রোববার ভোরে উপজেলার লালপুর হল মোড় এলকায় ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রোববার ভোরে এনজিও কর্মী শাহীন ঈশ্বরদী থেকে তার কর্মস্থল রাজশাহীর পবায় যাওয়ার জন্য মোটসাইকেল যোগে বের হয়ে পথের মধ্যে লালপুর হল মোড় এলাকায় পৌঁচ্ছালে মাটিবাহী ট্রাকটির সঙ্গে তার মুখমুখি সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত হয় শাহিন ও মাটিবাহী ট্রাকটি পালিয়ে যায়। পরে স্থানীয় এসে গুরুত্বর আহত অবস্থায় শাহিন কাদির কে উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে কে মৃত ঘোষণা করে। লালপুর
থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মাটিবাহী ট্রাকটি আটকের চেষ্টা চলছে।