গাড়ি ছিনতাই আমাদের দেশে দিন দিন বেড়েই চলছে,সাথে হচ্ছে খুনের মতো জঘন্যতম ঘটনা।জিবিকার তারনায় অনেকেই বেছে নেয় ড্রাইবার জগৎ। অনেক পরিবার আজ দিশেহারা রোজগারের ব্যক্তিকে হারিয়ে।জিবন বাজি রেখে চলা ড্রাইবার প্রতিনিহিত আতঙ্কে থাকেন সড়ক দুর্ঘটনার।
গত (১১ ই আগস্ট) রাজধানীর দারুস সালাম এলাকা হইতে গাড়ি ছিনতাই চক্রের পাঁচজন ছিনতাইকারীকে গ্রেফতার করেন র্র্যাব-৪ এর চৌকস দল।
গ্রেফতারকৃতদের হেফাজত হইতে উদ্ধার হয় চারটি পিকআপ৷ গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করা হয়৷
কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে তথ্যের ভৃত্তিতে র্র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকে ৷
এরই ধারাবাহিকতায় গত( ২৭ শে আগস্ট) বিকেল হইতে মধ্যরাত পর্যন্ত র্র্যাব-৪, নারায়ণগঞ্জ ফতুল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাড়ি ছিনতাই চক্রের মূল হোতাসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়৷
উদ্ধার করা হয় তিনটি পিকআপ ,একটি সিএনজি, একটি আগ্নেয় অস্ত্র, তিনটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল ও নগদ ১২০০০হাজার টাকা ৷
গ্রেফতারকৃতরা হলেনা* মোঃ আজিম উদ্দিন (৩৮)* মোঃরফিক উল্লাহ(২৬)* মোঃ সেলিম (৫০)* মোঃ কামরুল হাসান( ২৬)*মোঃ ওমর ফারুক(২৫)
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এরা সবাই সঙ্ঘবদ্ধ গাড়ি ছিনতাই ও সিএনজি চুরি চক্রের সদস্য, এদের মূল হোতা আজিম উদ্দিন ৷ আজিম উদ্দিনের নেতৃত্বে রাজধানী ও রাজধানীর আশপাশে ১৫/২০ জন সক্রিয় গাড়ী চুরি ও ছিনতাই চক্র রয়েছে ৷
এদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে ৷ গ্রেফতারকৃত আসামিরা জেল থেকে জামিনে বেরিয়ে পুনরায় ছিনতাই ও চুরির কাজে লিপ্ত হয় ৷ আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ৷
Leave a Reply